ক্যাটাগরি

   
0 days 00 hr 00 min 00 sc

বেস্ট কোয়ালিটি আতরের

ডিস্কাউন শেষ হবার আগেই অর্ডার করুন   

মধু নিয়ে কিছু কথা

নব্বই দশক তথা বিংশ শতাব্দীর কথা। গ্রাম বাঙলায় কাউকে বোলতা দংশন করলে দেখতাম বৃদ্ধারা তাড়াতাড়ি ঐ জায়গায় মধু লাগিয়ে দিতো। কিছু বুঝতাম না, জানতামও না। মধু নিয়ে যেহেতু আমাদের কারবার তাই দায়বদ্ধতা সরূপ একটু স্টাডি করতে গিয়ে যারপরনাই বিস্মিত হয়ে যাচ্ছি। কারণ মধু পান স্বাস্থ্যের জন্য অশেষ উপকারী, এটা সর্বরোগের মহৌষধ ইত্যাদি ইত্যাদি আমরা সবাই অবগত। কিন্তু মধু যে বহি ত্বক রোগের চিকিৎসারও একটি উপাদান এটা কয়জনই বা জানি! চলুন, একটু সাহাবিদের যুগ থেকে ঘুরে আসা যাক। তিরমিজির কিতাবুত দাওয়াহর এক বর্ণনায় আছে, হজরত ইবনে ওমর (রা.) এর শরীরে ফোঁড়া বের হলেও তিনি তাতে মধুর প্রলেপ দিয়ে চিকিৎসা করতেন। এর কারণ জিজ্ঞাসিত হলে তিনি বলেন- আল্লাহ তায়ালা কোরআনে কি বলেননি যে, তাতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিকার!" সুবহানাল্লাহ! মানে মধু একটি প্রাকৃতিক ফার্স্ট এইডও বটে। তাহলে বোঝা যাচ্ছে নিত্য প্রয়োজনীয় বস্তুর মতোই মধু সংগ্রহে রাখাটা কতটা জরুরি। হয়তো ভাবছেন, মধুর যা দাম এতবার কিনতে গেলে তো ফতুর হয়ে যেতে হবে! না। বারবার না কিনে একবারে বেশি পরিমাণ সংগ্রহে করে আমৃত্যু খেতে কিংবা পান করতে পারেন। কারণ মধু আল্লাহর এমন এক বিস্ময়কর সৃষ্টি যা কখনো নষ্ট হয় না বা পচে না। তাই মধুর মোড়কে এক্সপাইরি ডেট লেখার প্রয়োজন পড়ে না! নষ্ট নাহলেও ঋতুর পরিবর্তনে মধু বিভিন্ন রূপ ধারণ করাটা একদম স্বাভাবিক। তাই মধু জমে গেলে কিংবা স্বাদে তারতম্য হলে মধুভাইকে পাবলিক কমেন্টে একহাত নিয়ে বোকামি করতে যাবেন না!

Blog

কমদামি আতরে যত ক্ষতি :

আতর আমাদের সবারই কমবেশি পছন্দের। সেই পছন্দের খাতিরেই হয়তো আমরা প্রায়ই পথেঘাটে বিভিন্ন ভ্রাম্যমাণ আতরের দোকান থেকে স্বল্প মূল্যের আতর নিয়ে থাকি। মূলত কম দাম অথচ তীব্র সুঘ্রাণের কল্যাণে আমরা ভাবি এটা নিশ্চয় ভালো কোয়ালিটি প্রোডাক্ট। অথচ কোয়ালিটিফুল আতরের প্রকৃত মূল্য কেমন হয় আমরা কি ভেবে দেখছি? ভার্সিটিতে পড়ার সময় রিসার্চ টপিক হিসেবে আগর গাছ নিয়ে কাজ করেছিলাম। সেই সুবাধে জানি মানসম্পন্ন এক কেজি আগর কাঠ লাখ টাকায়ও বিক্রি হয়, যা ভারতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠান কিনে নেয় এবং পরে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে পাওয়া যায় কোয়ালিটিফুল উদ! তাছাড়া বিভিন্ন ফুলের এক্সট্রাক্ট থেকে যে আতরগুলো তৈরী হয় তাও একইরকম খরুচে প্রক্রিয়ায় উৎপন্ন তা বলার অপেক্ষা রাখেনা৷ অথচ আমরা কমদামে তীব্র সুঘ্রাণের আতর পেয়ে সানন্দে কিনে নিচ্ছি। এখন কথা হলো এত সুঘ্রাণ বিশিষ্ট আতর এত কম দামে তারা কীভাবে দিচ্ছে?
উত্তর হচ্ছে একটাই আপনি যেটাকে ফুলের নির্যাস ভাবছেন সেটা মূলত ক্যামিকেল। বিভিন্ন টক্সিক ক্যামিকেলের তীব্র ঝাঝের ফসল হলো এইসব সস্তা আতরের সুঘ্রাণ। মূলত এইসব আতরের বেজ নোটগুলো বেশ ঝাঝালো থাকে যা ব্যবহারের সাথে সাথে তীব্র ঘ্রাণে ছেয়ে দেয় কিন্তু ঘন্টাখানেকের মধ্যে সেই ঘ্রাণ নি:শেষহ হয়ে গেলে বাকি থাকে শুধু কেমিম্যাল! কয়েকদিন আগে আমরা খবরে দেখতে পেলাম আতরের ঘ্রাণে পুলিশ লাইন স্কুলের কিছু ছাত্রছাত্রী তৎক্ষনাৎ অসুস্থ হয়ে যায়৷ এটা হলো এই সস্তা আতরের পার্শ্বপ্রতিক্রিয়া। এছাড়াও এইসব আতর আর কী কী ক্ষতির কারণ হতে পারে?
-ত্বকে ব্যবহার করলে বিভিন্ন স্কিন ডিজিজ, বিশেষ করে ত্বকে র‍্যাশ পড়ে যায়।
-কাপড়ে বিশেষ করে সাদা কাপড়ে দেখবেন হলদে দাগ পড়ে যায় যা সহজে উঠতে চায়না
-এসব আতর বেশিরভাগ ক্ষেত্রেই তীব্র ঝাঁঝালো হয় যা অনেকের এলার্জির কারণ হয়।

-বিভিন্ন কার্সেনোজেনিক পদার্থ (যেমন- ক্যাডমিয়াম, বেরিলিয়াম) ছাড়াও বিভিন্ন ক্ষতিকারক ব্যাকটেরিয়া থাকে এসবে।

তাই শুধু আতরের প্রতি আগ্রহ আছে এইজন্যেই জেনে কিংবা না জেনে স্বল্পমূল্যের আতর ব্যবহারে আমাদের আরো সতর্ক হওয়া উচিৎ। মনে রাখবেন স্বল্পমূল্যের ২০ মিলি আতরের চেয়ে কোয়ালিটিফুল ৩ মিলি আতরেরও উপযোগিতা সবসময় বেশি। আর স্থায়িত্বের ক্ষেত্রে কোয়ালিটি আতরের বিকল্প নেই!